কলাপাড়ায় অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণে অক্ষমতা প্রকাশ আ’লীগ নেতার
প্রথম পাতা »
রাজনীতি »
কলাপাড়ায় অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণে অক্ষমতা প্রকাশ আ’লীগ নেতার
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥
বর্তমানে ধানখালীতে প্রভাবশালী অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব নয়। এমন আক্ষেপের কথা লিখে ১৮ বছরের রাজনৈতিক জীবনের সমাপ্তি টানতে ধানখালী ইউনিয়ন কমিটির সভাপতির পদ থেকে অব্যহতি চেয়ে লিখিত আবেদন করেছেন এসএম সহিদুল আলম।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দুর্দিনের এই ত্যাগী আওয়ামী লীগ নেতা কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকের কাছে অব্যহতি চেয়ে বুধবার রাতে লিখিত আবেদন করেছেন। রাতে কলাপাড়া প্রেসক্লাবে অনুলিপি নিজ হাতে দিতে গিয়ে চোখের জল ঝরালেন। আর প্রিয় দল ছেড়ে দেয়ার তিক্ত অভিজ্ঞতা বললেন। এর কয়েকদিন আগে এই নেতাসহ আরও কয়েক ত্যাগী নেতা নিজেদের নিরাপত্তাহীনতার কথা বলে জেলা উপজেলা কমিটির কাছে লিখিত আবেদন করেছিলেন। কিন্তু কোন সামাধান সঠিকভাবে পায়নি বলে তার আক্ষেপ। এসব লিখিত আবেদনের কপি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কাছেও দেয়ার কথা জানালেন সহিদুল আলম। ধানখালীর নব্য এক হাইব্রিড শাহজাদা পারভেজ টিনুর দাপটে এরা অসহায় হয়ে পড়েছেন বলে সহিদুল আলমের দাবি। টিনু মৃধা যুবদল করতেন। হঠাৎ করে স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন কমিটির নেতা বনে গেছেন। এখন আবার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান হোতা সেজে গেছেন। তার কথায় চলে সেখানকার কর্মকান্ড। আওয়ামী লীগের গঠনতন্ত্র মানা হচ্ছে না। এমনকি এনিয়ে প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিতের শঙ্কা দেখা দিয়েছে। এহেন পরিস্থিতিতে ত্যাগী এই নেতা স্বেচ্ছায় নিজেই অব্যহতি চাইলেন।
সহিদুল আলম লিখিত আবেদনে বলেছেন ১০/১১ বছর ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব এবং ২০১২ সালের মার্চ মাসের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। অনুপ্রবেশকারী ছাড়াও শারীরিক অসুস্থতার কথাও বলেছেন এই নেতা। এনিয়ে উপজেলা, জেলা কমিটির আশ্রয় চেয়েছেন। কিন্তু দৃশ্যমান কোন সহায়তা জোটেনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান জানান, লিখিত আবেদনের বিষয়টি সমাধানের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করে দেয়া হয়েছে। অব্যহতি চাওয়ার বিষয়টি জেনেছেন। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, তিনি উপজেলা কমিটিকে প্রয়োজনীয় গঠণতান্ত্রিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
এমইউএম/এমআর
বাংলাদেশ সময়: ২২:৩৩:১০ ●
৩০৭ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)