কাউখালীতে বাল্য বিবাহের দায়ে বরের কারাদন্ড

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বাল্য বিবাহের দায়ে বরের কারাদন্ড
বুধবার ● ৬ নভেম্বর ২০১৯


কাউখালীতে বাল্য বিবাহের দায়ে বরের কারাদন্ড

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠী গ্রামে বাল্যবিবাহের দায়ে বরকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও কন্যার পিতা হানিফ মীর কে ২৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রফিকুল হক এই দন্ড দেন। দন্ড প্রাপ্ত বর আব্দুল হালিম (২২) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশেরকাঠী গ্রামের এক কিশোরীর বাল্যবিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট রফিকুল হক ও পুলিশ ঘটনাস্থল থেকে বর ও মেয়ের বাবাকে আটক করে ।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের অভিযোগে বরকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও মেয়ের বাবা হানিফ মীরকে ২৫হাজার টাকা জরিমানার আদেশ দেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৮:৫৬ ● ৫৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ