চরফ্যাশনে মাছ চাষীদের মাঝে জাল বিতরণ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে মাছ চাষীদের মাঝে জাল বিতরণ
বুধবার ● ৬ নভেম্বর ২০১৯


চরফ্যাশনে মাছ চাষীদের মাঝে জাল বিতরণ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) মৎস্য ইউনিটের আওতায় মাছ চাষীদের মধ্যে ঝাঁকি জাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দুলারহাট শাখার উদ্যোগে মাছ চাষীদের মাঝে এই জাল বিতরন কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহি পরিচালক মোঃ কামাল উদ্দিন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোকাল পার্সন শংকর চন্দ্র দেবনাথ, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, মনিটরিং অফিসার মোঃ হারুন-অর-রশিদ। এসিস্ট্যান্ট ক্রেডিট কো-অর্ডিনেটর মোঃ আবু বকর ছিদ্দিক আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামাল উদ্দিন ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, আমরা সরকারের সাপোর্ট নিয়ে পিকে এসএফের সহায়তা বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তার মধ্যে ইতিপূর্বে কুচিয়া চাষ, ট্যাংকিতে মাছ চাষসহ বিভিন্ন চাষাবাদ সফলতা পেয়েছে। এফডিএর মাধ্যমে আরো আধুনিক পদ্ধতি চাষাবাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:৩৬ ● ৪১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ