কলাপাড়ায় ক্ষতিপুরণ দাবিতে অভিনব অভিযোগ

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ক্ষতিপুরণ দাবিতে অভিনব অভিযোগ
বুধবার ● ৬ নভেম্বর ২০১৯


কলাপাড়ায় ক্ষতিপুরণ দাবিতে অভিনব অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

আমন্ত্রিত অতিথিরা না আসায় তাঁদের দায়ী করে উদ্ধৃত্ত খাবার নষ্ট হওয়ায় তাঁর ক্ষতিপুরন দাবি করে অভিযোগ করলেন নুরুল ইসলাম মৃধা।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার রহমতপুর মহল্লার বাসিন্দা ষাটোর্ধ আলহাজ নুরুল ইসলাম মৃধা অভিনব, আলোচিত অভিযোগটি করেছেন। ডাকযোগে কলাপাড়া প্রেসক্লাবে পাওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, আমি আবেদনকারী বিশ^ অলী খাজা বাবা ফরিদপূরীর একজন গোলাম। পহেলা নবেম্বর শুক্রবার পৌরশহরের আটটি মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ এলাকার পাঁচ শ’ লোককে দাওয়াত করে তাঁর মরহুম বাবা-মায়ের নামে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু চার শ’ লোক অনুপস্থিত থাকেন। এক শ’ জন উপস্থিত ছিলেন। যার কারণে তার প্রায় আড়াই লাখ টাকার খাবার নষ্ট হয়ে ক্ষতির শিকার হয়েছেন। দাওয়াতী লোকজনকে দায়ী করে নুরুল ইসলাম ক্ষতিপুরন চেয়েছেন। বিষয়টি আলোচনায় উঠে এসেছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:২১:১১ ● ২৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ