কলাপাড়ায় উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯


কলাপাড়ায় উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী উপকেন্দ্র খেপুপাড়ার উদ্যোগে সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় তিন দিনের এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ এর পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোঃ খলিলুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুবাইদা নাসরীন আখতার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু প্রমুখ। সভাপতিত্ব করেন খেপুপাড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম। এ প্রশিক্ষণে ৩০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৭:২২ ● ৩৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ