জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির ২ দিনের কর্মসূচি

প্রথম পাতা » রাজনীতি » জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির ২ দিনের কর্মসূচি
বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৯


বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

ঢাকা সাগরকন্যা অফিস॥

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে আছে শুক্রবার বিকাল তিনটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা ও শনিবার সকাল ১০টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা বিদ্রোহে নিহত হন প্রেসিডেন্ট জিয়া। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় দুইদিনের কর্মসূচির পাশপাশি সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠাতার জন্মদিন পালন করা হবে বলে জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার, অধ্যাপিকা সাহিদা রফিক, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, শামীমুর রহমান শামীম, আলী নেওয়াজ আরলি, বিলকিস ইসলাম শিরিন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৩:০১:৫৬ ● ৬২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ