গোপালগঞ্জে মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান
মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০১৯


গোপালগঞ্জে মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে মাদকাশক্তি, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন এবং হত্যা-সন্ত্রাস বিরোধী মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে জেলা শিল্পকলা একাডেমী আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“শিল্প-সাংস্কৃতিক ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এছাড়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদি ও জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ, একক ও দলীয় সংগীত পরিবেশন করে। এ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির মানুষ উপভোগ করেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৭:১৬ ● ৪৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ