বানারীপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯


বানারীপাড়ায় কমিউনিটি  পুলিশিং ডে অনুষ্ঠিত

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

পুলিশের সাথে কাজ করি মাদক, সন্ত্রাস ও জঙ্গীমূক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে বানারীপাড়ায় থানা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় থানা চত্তর থেকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ  হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। এ সময় এমপি শাহে আলম বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে রাজারবাগ পুলিশ লাইন থেকে সর্ব প্রথম এই পুলিশই স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পরেছিল। পরে ঢাকা ইউনুভাসিটিতে যুদ্ধ শুরু হয়। এক্ষেত্রে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহব্বান জানান।
থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন, বরিশাল বাখরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার সাইদ, ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহামুদ হোসেন মাখন, যুগ্ম-সম্পাদক আব্দুল জলিল ঘরামী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, বন্দর বাজার পরিচালনা পষদের সভাপতি মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মীর সাইদুর রহমান শাজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান মামুন উর রশিদ স্বপন তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ। পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০১:২৫ ● ৩৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ