কলাপাড়া জেলার দাবীতে ছাত্র-শিক্ষকদের মানববন্ধন

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়া জেলার দাবীতে ছাত্র-শিক্ষকদের মানববন্ধন
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯


কলাপাড়া জেলার দাবীতে ছাত্র-শিক্ষকদের মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্তরিত করার দাবীতে ছাত্র-শিক্ষকরা মানববন্ধন করেছে। শনিবার (২৬ অক্টোবর ) সকাল ১১ টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ’র ছাত্র ও শিক্ষক’র উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ছাত্র শিক্ষক ছাড়াও ঢাকাস্থ কলাপাড়া সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.শহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, সরকারি কলেজ অনার্স ছাত্রলীগ শাখার সভাপতি আসাদুজ্জামন হিরনসহ আরো অনেকে।

বক্তারা জেলার দাবীতে যৌক্তিকতা তুলে ধরে বলেন, কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, সাবমেরীন ক্যাবল ল্যান্ডিন স্টেশন, শের-ই-বাংলা নৌ ঘাটি, মহিপুর ও আলীপুর মৎস্য বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও বহু মেঘা প্রকল্প চলমান রয়েছে। এ উন্নয়ন মুলক কর্মকান্ডের ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষনা করা এখন সময়ের দাবী বলে তারা জানান।

এমআরবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:২০ ● ৩১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ