নেছারাবাদে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষন শুরু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষন শুরু
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯


নেছারাবাদে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষন শুরু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষকদের ১৫ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউ আই টি আর সি ই) ব্যানবেইস কর্তৃক উক্ত প্রশিক্ষনের আয়োজন করা হয়। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা ব্যানবেইস এর আউসিটি প্রশিক্ষন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যানবেইস এর সহকারী প্রোগ্রামার মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাহিদ হোসেন, মাষ্টার ট্রেইনার মোঃ জিয়াউল হক।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক বলেন, “বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, দেশের উন্নয়নের ক্ষেত্রে আইসিটির বিকল্প নাই ও শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তৃতায় সহকারী প্রোগ্রামার বলেন, দক্ষ জাতি গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই, প্রশিক্ষণের উদ্দেশ্যে হল শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ইতিবাচক মনোভাব তৈরি করা। নেছারাবাদ উপজেলায় ব্যানবেইস এর মাধ্যমে ৪৯তম ব্যাচে শিক্ষকদের আইসিটি উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ব্যাচে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হয়।
নেছারাবাদ উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরা বলেন, আইসিটি প্রশিক্ষনের জন্য আমাদের ঢাকা গিয়ে প্রশিক্ষন দিতে হত এখন উপজেলা শহরে আইসিটি প্রশিক্ষণে অংশ গ্রহন করতে পারতেছি এবং শ্রেণীকক্ষে পাঠদান করাতে আমাদের অনেক সহজ হয়েছে। আইসিটি প্রশিক্ষনে শিক্ষার গুণগত মান উন্নয়নে অবদান রাখছে। প্রশিক্ষন শেষে সকলকে প্রশিক্ষন সনদ ও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৬:০৩ ● ৬৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ