পায়রা বন্দরে ক্ষতিগ্রস্থদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রা বন্দরে ক্ষতিগ্রস্থদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ শুরু
বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯


পায়রা বন্দরে ক্ষতিগ্রস্থদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক ২য় পর্বের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আক্টোবর) সকালে পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র র্ডপ এর সহযোগীতায় লালুয়া হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষ’র উপসচিব ও যুগ্ম পরিচালক (এস্টেট) খন্দকার নূরল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান, পটুয়াখালী জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, র্ডপ এর প্রশিক্ষণ টিম লিডার জেবা আফরোজা, কলাপাড়া প্রেসক্লাব এর সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস প্রমূখ।

এমআরবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:২২:২৫ ● ৪৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ