কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০১৯


কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়েছে। এ সময়  পেঁয়াজের দাম বৃদ্ধিতে কারো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (২২অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে। দক্ষিন বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিমিয় সভা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর এস, এস কেমিক্যাল এন্ড কনজুমার্স প্রোডাক্টসকে ৮ হাজার টাকা, মাধবের ঘোল মুড়ির দোকান কে দেড় হাজার টাকা এবং সোহাগ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৬ ● ৩৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ