সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ জরুরী-আ.স.ম. ফিরোজ

প্রথম পাতা » গণমাধ্যম » সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ জরুরী-আ.স.ম. ফিরোজ
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০১৯


সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ জরুরী-আ.স.ম. ফিরোজ

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ বলেছেন, আমরাও সমাজের মানুষ সাংবাদিকরাও এই সমাজেরই মানুষ। সমাজে মানুষের মধ্যে যেমনি ভাল মন্দ আছে তেমনি সাংবাদিকদের মধ্যেও ভালমন্দ তাকতে পারে। সাংবাদিকদের ওরিয়েন্টেশনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা উচিৎ। প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশন সাংবাদিকদের বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনে সহায়ক হয় এবং দেশের সাধারন মানুষও সঠিক তথ্য জানতে পারে। সরকারের যাবতীয় উন্নয়ন কর্মকান্ড চলছে। যেখানেই অন্যায় সেখানেই আপনারা প্রতিবাদ করুন। এ প্রতিবাদ আপনার এবং দেশের স্বার্থেই হওয়া উচিৎ।  শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে বাউফল প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন।
আ.স.ম. ফিরোজ আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থান আপনারাই দেখছেন। দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই নয়। যে কোন ব্যাক্তি, সরকারি কর্মকর্তা-কর্মচারী কিংবা যে কোন সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলেই শেখ হাসিনা বা সরকার ব্যবস্থা নিচ্ছে। এ অভিযান চলমান থাকবে। এসময় তিনি বলেন, আগামি নভেম্বরের মধ্যেই বাউফলের প্রত্যেকটি ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠন সমূহের সম্মেলন করা হবে। কোন ভাবেই অন্য দল থেকে আওয়ামী লীগে আসা ব্যাক্তিদের দলে ঠাই দেয়া হবে না। আওয়ামী লীগ করা ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ণ করা হবে। একইভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনেও সৎ এবং ত্যাগী কর্মীদের মূল্যায়ণ করা হবে। এব্যপারে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে আছেন। বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কামরুজ্জামান বাচ্চুর সঞ্চালণায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, সাবেক সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউক, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। মতবিনিময় সভার শুরুতেই প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:২৪ ● ৫৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ