নেছারাবাদে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯


নেছারাবাদে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

নেছারাবাদ সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনাকে সন্ত্রাসিরা আহত করার প্রতিবাদে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করেছে। ১৬ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় স্বরূপকাঠী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্মাদক ও শিক্ষক মোঃ মহাসিন। তিনি বলেন, রোজিনা আপার উপর হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানায় এবং বাকী আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষক সুরক্ষা আইন প্রনয়নের দাবী জানান। এরকম ঘটনার শিকার যেন কোন শিক্ষক না হয়। আমাদের যেন রাজপথে কোন আন্দোলনে নামতে না হয়। সংবাদ সম্মেলন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবান দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অপূর্ব মন্ডল, সাধারন সম্পাদক মিথীলা আক্তারসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১০:০৮:৫৭ ● ৬১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ