বাউফলে দুই জেলের কারাদন্ড

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে দুই জেলের কারাদন্ড
বুধবার ● ১৬ অক্টোবর ২০১৯


বাউফলে দুই জেলের কারাদন্ড

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে আলা উদ্দীন জোমাদ্দার (৩৫) ও নবী আলী (৫০) নামের দুই জনকে ১৫ দিনের কারাদন্ড এবং বিধান বেপারী (৩০) নামের একজনকে ইলিশ ক্রয় করতে নদীতে যাওয়ার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলা উদ্দীন ও নবী আলীর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এবং বিধানের বাড়ি কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায়। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ধৃতদের ওই কারাদন্ড ও অর্থ দন্ডের আদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য অফিস এবং কালাইয়া নৌ পুলিশের যৌথ অভিযানে নিয়মিত টহলের সময় মঙ্গলবার রাতে এদেরকে আটক করা হয়। এসময় কিছু কারেন্ট জালও উদ্ধার করা হয়। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ জানান, তাদের নিয়মিত অভিযান চলছে। অন্যান্য বছরের তুলনায় এবছর অভিযানে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার অনেকটাই কমে গেছে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১১:৫৫ ● ৩৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ