আগৈলঝাড়ায় নারী খেলোয়ারদের বুট উপহার দিলেন ইউএনও

প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় নারী খেলোয়ারদের বুট উপহার দিলেন ইউএনও
বুধবার ● ১৬ অক্টোবর ২০১৯


আগৈলঝাড়ায় নারী খেলোয়ারদের বুট উপহার দিলেন ইউএনও

আগৈলঝাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের আগৈলঝাড়া বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জুতা ছাড়া অংশগ্রহণ করা উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার বুট উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ইউএনও’র কার্যালয়ে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ক্রীড়া টিমের জুতাহীন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে খেলার নতুন জুতা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জুতা না থাকায় সম্প্রতি খালি পায়ে তারা বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল। খেলায় সরকারী বরাদ্দ ও স্থানীয় অনুদান থেকে বাঁচানো অর্থে ওই শিক্ষার্থীদের নিয়মিত খেলার জন্য জুতার ব্যবস্থা করে দেন উপজেলঅ নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। তিনি ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি।

এএলএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৫:০৭ ● ৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ