উজিরপুরের কচা নদীতে নৌকা বাইচ

প্রথম পাতা » বরিশাল » উজিরপুরের কচা নদীতে নৌকা বাইচ
সোমবার ● ১৪ অক্টোবর ২০১৯


উজিরপুরের কচা নদীতে নৌকা বাইচ

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

লক্ষ্মী পূজা উপলক্ষে বরিশালের উজিরপুরের হারতার কচা নদীতে ১৬০তম ঐতিয্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে অনুষ্ঠিত এ নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ও থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়াও সেখানে নৌকা বাইচ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থির ভিড় জমে। জানা গেছে, সনাতন ধর্মাবলম্ভীদের পূর্ব পূরুষের ন্যায় এবারেও লক্ষি পূজা উপলক্ষে উজিরপুরের হারতার কচা নদীতে ১৬০তম ঐতিয্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এ বাইচে কোটালীপাড়া, মাদারীপুর ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ১০টি নৌকা বাইচ খেলায় অংশ গ্রহন করে এবং তাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করেণ বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৬:০৫ ● ২৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ