সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না…এমপি শাহে আলম

প্রথম পাতা » বরিশাল » সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না…এমপি শাহে আলম
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯


বক্তব্য রাখছেন বরিশাল-২ আসনের এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম।

জি.এম রিপন, বানারীপাড়া থেকে॥
শুধুমাত্র কয়েক খানা সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না। একজন প্রকৃত শিক্ষিত মানুষ হতে হলে তার মধ্যে মানবিকতা, সামাজিক বন্ধন, সহপাঠিদের জন্য করণীয় ও নিজের পরিবারের প্রতি আনুগত্য থাকার পাশাপাশি রাষ্ট্রের প্রতি তার ভালোবাসা থাকতে হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশালের বানারীপাড়ায় মলুহার ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এ কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রকৃত শিক্ষাহীন অন্তর সব সময়ই অন্ধকারে নিম্মজিত থাকে। তাই অভিভাবকদের কেবল সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েই দায়িত্ব শেষ বলে ঘরে বসে থাকলে চলবে না। তাদের সন্তানরা শিক্ষা গ্রহন করতে গিয়ে কি শিখছে এবং তারা কি করছে সে বিষয়ে বেশি খেয়াল রাখতে হবে। এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের এমন ভাবে পাঠদান করতে হবে যাতে করে ওই বিষয়টি নিয়ে অন্য কারোর কাছে শিখতে যেতে না হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন, সকল শিক্ষার্থীই আমার সন্তান আর সন্তানকেই আমি অধ্যায়ন করাচ্ছি এ বিষয়ে শিক্ষকদে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রেণী কক্ষে পাঠদান করলেই এদেশের শিক্ষার মান উন্নয়নে বিকাশ ঘটবে। এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি শ্রেণী কক্ষে তাদেরকে সকল বিষয়ে নৈতিক জ্ঞান অর্জনের জন্য শিক্ষকদের কথা বলতে হবে। মলুহার ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গর্ভনিং বডির সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫:২০:০২ ● ৪৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ