কলাপাড়া-লোন্দা সড়কের বে-হাল দশা

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়া-লোন্দা সড়কের বে-হাল দশা
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯


কলাপাড়া-লোন্দা সড়কের বে-হাল দশা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়া-লোন্দা সড়কে খানা-খন্দের কারণে এখন যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়েছে।
কলাপাড়া পৌরসভাসহ উপজেলা সদরের সঙ্গে ধানখালীর পায়রা তাপ বিদ্যুতকেন্দ্রের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের মানুষ চলাচল করছে এ পথে। প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। রাস্তাটি এখন আর চলাচলের উপযোগী নেই। এখন প্রায় সময় মালবাহী যানবাহন আটকে যায় রাস্তার গর্তে। যানবাহন চলাচলে চরম ঝুঁকি পোহাতে হয়। একেতো সরু, সিঙ্গেল সড়ক। তার ওপর হালকা যান, অটো-টমটম-ভ্যান চলাচল উপযোগী সড়ক নির্মাণ করে এলজিইডি কর্তৃপক্ষ। ২০১৩ সাল থেকে এ সড়কে তাপ বিদ্যুত কেন্দ্রের যানবাহন চলাচল শুরু হয়। ভারি যানবাহন চলাচল করতে থাকে। এছাড়া ছয় চাকার অবৈধ দ্যৈতাকৃতির যানবাহন (হামজা) রড, সিমেন্ট ও ইট বোঝাই করে চলতে গিয়ে সড়কটির হাজারো স্পটে সিলকোট সম্পুর্ণভাবে উঠে গেছে। ভেঙ্গে কোথাও কোথাও বড় গর্ত হয়ে আছে। বৃষ্টির পানি জমে একাকার হয়ে থাকে। ফোরলেন সড়কের সামনে একটি কালভার্ট ভেঙ্গে গেছে। এখন সেখানে স্লিপার দিয়ে চলাচল করতে হয়।
টিয়াখালী-লোন্দা সেতু পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এখনই মেরামত করা প্রয়োজন। নইলে যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা রয়েছে। টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু জানান, এ সড়কটি এখন আর ব্যবহারের অবস্থায় নেই। তার পরামর্শ গুরুত্বপুর্ণ এ সড়কটি দ্রুত মেরামতসহ প্রশস্থ করা প্রয়োজন। এছাড়া অসংখ্য ঝুঁকিপুর্ণ বাঁক রয়েছে। এগুলো সোজা করাও প্রয়োজন। এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, এসড়কটিসহ সেতুর সঙ্গে সংযুক্ত সকল সড়কগুলো পর্যায়ক্রমে ১৮ ফুট (ডাবল লেন) প্রশস্থ করে নির্মাণ করা হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৫:১২ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ