চরফ্যাশনে পুলিশের ওপেন হাউজডে

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে পুলিশের ওপেন হাউজডে
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯


চরফ্যাশনে পুলিশের ওপেন হাউজডে

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার শশীভষণ থানা ওপেন হাউজডে পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শশীভূষণ থানা কম্পাউন্ডে এ আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মীর মো.শাফিন মাহমুদ। তিনি বলেন, কোন অপরাধীরা ছাড় পাবেনা।
শশীভষণ থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার(চরফ্যাশন সার্কেল)  শেখ সাব্বির আহম্মেদ।
বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাসান, উপ-পরিদর্শক মোজম্মেল হক, এয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম খোকন, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির পন্ডিত প্রমুখ।
এসময় এলাকাবাসী উপস্থিত অতিথীদের সামনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যা গুলোর মধ্যে মাদক এবং পুলিশের সোর্সদের কর্মকান্ডকে প্রাধান্য দিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
আর মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী নিজে হুশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা পুলিশও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মীর মো.শাফিন মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে বলেন, যে কোন ধরণের অপরাধের সংবাদ আমাদেরকে জানাবেন। কোন মাদক ব্যবসায়ীদের বিষয়ে কোন তথ্য থাকলে জানাবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। প্রধান মন্ত্রী দেশকে দুর্নীতি ও অপরাধ মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা সে কাজের সহযোগিতায় অঙ্গিকার বদ্ধ।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:৩৮ ● ৩০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ