ঢাকা সাগরকন্যা অফিস॥
দক্ষিণাঞ্চলে জঙ্গি দমনে বেশ তৎপর রয়েছেন র্যাব-৮ এর চৌকস সদস্যরা। তাদের সতর্ক অবস্থানের কারণে নদীবেষ্টিত এ অঞ্চলে ঘাপটি মেরে থাকা জঙ্গি সংগঠনের একের পর এক সক্রিয় সদস্য আটক হচ্ছে। র্যাব-৮’র অভিযানে আটক অধিকাংশ জেএমবি সদস্যের বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলায়। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের দাওয়াতি শাখার সক্রিয় সদস্য।
র্যাব-৮’র তৎপরতায় দেশের দক্ষিণাঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়নি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা। তবে র্যাব কর্মকর্তাদের দাবি, জেএমবির সদস্যরা সংগঠিত না হতে পারলেও তারা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছে। চলমান অভিযানগুলোতে এ বিষয়টিই সামনে এসেছে।
সূত্রমতে, শুরু থেকেই বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর। বিশেষ করে বৃহত্তর বরিশালের দায়িত্বে থাকা র্যাব-৮’র তৎপরতায় গত দুই বছরে ১৮ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি ও সামরিক শাখা এবং জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্যও রয়েছে। শুধু জঙ্গি দমনেই সীমাবদ্ধ না থেকে দক্ষিণাঞ্চলের সন্ত্রাস, মাদক, প্রতারক, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ করছেন র্যাব-৮ এর সদস্যরা। বিশেষ করে র্যাবের তৎপরতায় ইতোমধ্যে জলদস্যু এবং বনদস্যু শুণ্য হয়ে পরেছে সুন্দরবন। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
র্যাব সূত্রে জানা গেছে, জঙ্গি দমনে র্যাবের ধারাবাহিক অভিযানে সর্বশেষ চলতি মাসের ২২ সেপ্টেম্বর জেএমবির সক্রিয় সদস্য ফরিদপুরের নগরকান্দা এলাকার মো. আব্দুল্লাহ শরীফ (৩২) ও বরিশালের হিজলার জাকির হোসাইনকে (৩১) আটক করা হয়েছে। এর আগ ২৩ আগস্ট জেএমবির দাওয়াতি শাখার সদস্য মাদারীপুরের শিবচরের মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ (৩২) এবং এর কয়েকদিন আগে বরিশালের মুলাদী থেকে সুলতান নাসির উদ্দিনকে (৩৯) আটক করা হয়। ৩১ আগস্ট ঢাকার সদরঘাট থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বরিশালের আবু সালেহ ইমু (২২) ও শফিকুল ইসলাম সাইফকে (৩১) আটক করে র্যাব সদস্যরা। এ ছাড়া বিগত ৮ জুলাই বরিশাল নগরীর একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের এক নারী সদস্যকে আটক এবং প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত এক নারীকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
সূত্রে আরও জানা গেছে, ২৫ জুলাই র্যাব-৮’র পৃথক অভিযানে ঢাকা থেকে জেএমবি সদস্য পটুয়াখালীর দুমকি উপজেলার মো. আজিজুল হক আজিজ (২৫) ও শরিয়তপুরের জাজিরা থানার মুফতি আবদুল হাকিমকে (৩৭) আটক করা হয়। ১৭ এপ্রিল পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বরগুনা জেলার আবুল কালাম আজাদ ওরফে আবুল কালাম ওরফে মুহুরি ওরফে নুরুল ওরফে নুরে আলম ওরফে নুরুকে (৪৫) আটক করা হয়। ২৭ মার্চ বরগুনা সদর থানাধীন টাউন হল এলাকা থেকে জেএমবির সক্রিয় সদস্য মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ ওরফে বেলায়েত (৩৫) এবং মো. হাসান মাহমুদ ওরফে হাসান ওরফে মাহমুদকে আটক করা হয়েছে। ৬ জানুয়ারি জেএমবির সক্রিয় সদস্য বরগুনা জেলার সদর থানাধীন এলাকা থেকে আবদুল আওয়াল সিরাজ (৫৪) ও আলী হোসেন ওরফে মাইনুদ্দীনকে (৪৫) আটক করা হয়। এর আগে বিগত বছরের ২২ ডিসেম্বর বরগুনা জেলার সদর থানাধীন এলাকা থেকে জেএমবির সক্রিয় সদস্য মো. আল আমিনকে (২৮) আটক করা হয়। ২৮ নভেম্বর পিরোজপুর জেলার সদর থানাধীন পুরনো বাসস্ট্যান্ড থেকে জেএমবির সক্রিয় সদস্য বাগেরহাট জেলার সদর থানাধীন পুরনো বাজার মেইন রোড এলাকার মো. নুরুল ইসলাম ওরফে নুরুকে (৪৫) আটক করা হয়।
৩০ সেপ্টেম্বর বরিশাল নগরীর জিয়াসড়ক এলাকা থেকে জেএমবির সামরিক শাখার সদস্য বরগুনা জেলা সদরের আতিকুর রহমান ওরফে বাবু ওরফে শাওন ওরফে সাইফুল্লাহ (২৪) এবং বরগুনা জেলার সদর থানাধীন এলাকা থেকে মো. মেহেদী হাসান ওরফে রাসেল ওরফে হাসান (৩৫) ও আবু সালেহ সিকদার ওরফে আব্দুল্লাহকে (৩০) আটক করা হয়েছে। এর আগে, ওইবছরের ২২ অক্টোবর মাদারীপুর জেলার সদর থানা এলাকা থেকে মোহাম্মদ মানিক বেপারী (২৪) এবং ১৭ অক্টোবর বরগুনা জেলা থেকে জেএমবির সামরিক শাখার সক্রিয় সদস্য মো. হাসান মোল্লাকে (৪০) আটক করা হয়েছে।
র্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম বলেন-যেকোন ধরনের অপরাধ দমনে র্যাব সদস্যরা সর্বদা তৎপর রয়েছে। গত দুই বছরে আটক জেএমবির সক্রিয় সদস্যদের দেয়া তথ্যমতে গোয়েন্দা নজরদারি চালিয়ে শতভাগ নিশ্চিত হয়ে নতুনদের আটক করা হচ্ছে। জঙ্গিরা যেন কোন অবস্থাতেই সংগঠিত হতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। শুরু থেকেই র্যাব-৮ এর কর্মকা- বরিশালবাসীর মধ্যে ইতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে। এরইমধ্যে বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক হিসেবে আতিকা ইসলাম যোগদান করার পর তার নানামুখী কঠোর ও সফল পদক্ষেপের কারণে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসীর কাছে র্যাব সাধারণ মানুষের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছে।
এফএন/এমআর