এদেশে কোন জঙ্গি বাহিনীর ঠাঁই হবে না: রেলমন্ত্রী

প্রথম পাতা » রাজনীতি » এদেশে কোন জঙ্গি বাহিনীর ঠাঁই হবে না: রেলমন্ত্রী
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৯


এদেশে কোন জঙ্গি বাহিনীর ঠাঁই হবে না: রেলমন্ত্রী

পঞ্চগড় সাগরকন্যা প্রতিনিধি॥

রেলপথ মন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রতির দেশে, এদেশে কোন জঙ্গি বাহিনীর ঠাই হবে না। যারাই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ বর্তমানে সুখে শান্তিতে বসবাস করছেন।
তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদেশ্বীর মন্দিরে শান্তি ও সম্প্রতির মুলক ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন।
বোদেশ্বরী মন্দির কমিটির সভাপতি নিতীশ কুমার বকসীর সভাপতিত্বে ধর্মসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার শাহাদত স¤্রাট,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বোদা থানার কর্মকর্তা ইনচাজ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রী বিকেলে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ কৃষি সংঘ ও পাঠাগারের আয়োজনে কালিয়াগঞ্জ নজিতরন দ্বি-মুখী উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন করেন।
সর্বশেষে রেলপথ মন্ত্রী বোদা বাইপাস সড়কে শাহাদত মটরস এর এক বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:৩৪ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ