বাংলাদেশের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির দলিল হস্তান্তর

প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির দলিল হস্তান্তর
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৯


বাংলাদেশের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির দলিল হস্তান্তর

ঢাকা সাগরকন্যা অফিস॥

জাতিসংঘের সদরদপ্তরে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদনের দলিল হস্তান্তর করেছে বাংলাদেশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বাংলাদেশের পক্ষে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদনের দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।
বাংলাদেশ ২০১৭ সালে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করে। ইতোমধ্যেই ৩২টি দেশ এই চুক্তিতে সই করেছে। বাংলাদেশ পারমাণবিক বোমামুক্ত বিশ্ব গঠনে বিশ্বাস করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:১৩ ● ৪৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ