প্রধানমন্ত্রীর সঙ্গে চার নারী সেনা কর্মকর্তার সাক্ষাৎ

প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর সঙ্গে চার নারী সেনা কর্মকর্তার সাক্ষাৎ
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
প্রথমবারের মতো সেনাবাহিনীর আর্টিলারি ও ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়া লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার চার নারী সেনা কর্মকর্তা রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা হলেন, লেফটেন্যান্ট কর্নেল সানজিদা হোসেন, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দা নাজিয়া রায়হান, লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরীন ও লেফটেন্যান্ট কর্নেল সারাহ্ আমির। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল থেকে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সে নিয়মিতভাবে নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। ৪৭তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে শুরু হওয়া এই নারী কর্মকর্তারা এরইমধ্যে নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা অর্জনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চার নারী কর্মকর্তাকে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ২৪ জানুয়ারি সেনাবাহিনীর সদর দফতরে পদোন্নতি পাওয়া এই চার নারী কর্মকর্তাকে লেফটেন্যান্ট কর্নেল পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ২০:২৮:৫৯ ● ৬৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ