কলাপাড়ায় কৃষকের হাত-পা-মুখ বেঁধে বসতঘরে আগুন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় কৃষকের হাত-পা-মুখ বেঁধে বসতঘরে আগুন
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামের কৃষক লিটন গাজীর বসতঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে একদল দুর্বৃত্ত নৃশংস এ কান্ড ঘটায়। রাতে ঘরে লিটনকে ঘর আটকে হাত-পা-মুখ কাপড় দিয়ে বেধে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। পড়শিরা দ্রুত গিয়ে লিটনকে উদ্ধার করে। কিন্তু ঘরটি রক্ষা হয়নি। পুড়ে ছাই হয়ে গেছে। লিটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী বলছেন জমিজমার বিরোধে এমন নাশকতা ঘটানো হয়। লিটন গাজী এ ঘটনায় মুষড়ে পড়েছেন। লিটন গাজী জানান, তার ভাগ্নে রাশেদ খাঁ, মোস্তফা হাওলাদার, রিয়াজ খাঁসহ বোন রাজবানু’র সহযোগিতায় তাকে হাত-পা বেঁধে ঘরে পেট্রোল দিয়ে আগুন দেয়া হয়। জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের শত্রুতার কারনে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দা মো.সুমন ফকির জানান, আগুন দেখতে পেয়ে নেভাতে গিয়ে ঘরের ভিতরে শব্দ শুনে ভিতরে মানুষ থাকার সন্দেহে ভিতরে ঢুকে লিটনকে উদ্ধার করা করে। সোলায়মান গাজী জানান, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে মামা-ভাগ্নেদের একাধিকবার সালিশ করা হয়েছে। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আলী আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১২:০০:৫৬ ● ৭৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ