ক্যাসিনো নিয়ে মেনন, মাহবুব ও সামশুল হককে আইনি নোটিশ

প্রথম পাতা » সর্বশেষ » ক্যাসিনো নিয়ে মেনন, মাহবুব ও সামশুল হককে আইনি নোটিশ
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯


ক্যাসিনো নিয়ে মেনন, মাহবুব ও সামশুল হককে আইনি নোটিশ

ঢাকা সাগরকন্যা অফিস॥

ক্যাসিনো চালিয়ে আসা ঢাকার ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেননের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। মেননের পাশাপাশি ক্যাসিনো নিয়ে ‘অসাংবিধানিক বক্তব্য’ দিয়েছেন দাবি করে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকেও এ নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকের মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। নোটিশে বলা হয়, ঢাকা-৮ সংসদীয় আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন ইয়ংমেনস ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান। পত্রপত্রিকায় এসেছে তিনি লাল ফিতা কেটে ক্যাসিনো উদ্বোধন করছেন এবং তার সেই ছবি ক্লাবের চেয়ারম্যানের কক্ষেও আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় অনেককে গ্রেফতার করলেও ক্লাবের চেয়ারমান অর্থাৎ রাশেদ খান মেননের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। অথচ এই সংসদ সদস্যকে প্রকাশ্য জুয়া আইনের ৩, ৪, ১৫ ধারা অনুযায়ী দায়ী করা যায়। তাছাড়া একজন আইন প্রণেতা হিসেবে রাশেদ খান মেনন ‘ক্যাসিনোর সাথে যুক্ত থেকে’ সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ ও প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ লঙ্ঘন করেছেন।
সংবিধান ও দ-বিধি অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। নোটিশে আরও বলা হয়, “বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গতকাল বুধবার বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর উপস্থিতিতে সচিব মহিবুল হক বিদেশিদের জন্য ক্যাসিনো স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকেও ক্যাসিনোর পক্ষে কথা বলতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে নোটিশে, যদিও আগের রীতিমাফিক ক্লাবে তাস খেলা অব্যাহত রাখার পক্ষে বলেছেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিব এই সংসদ সদস্য ইউনুছ আলী আকন্দ নোটিশে বলেছেন, ক্যাসিনো সংক্রান্ত তাদের সিদ্ধান্ত ও বক্তব্য অসাংবিধানিক এবং শাস্তিযোগ্য। তাই ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিসের জবাব দিতে অনুরোধ করা হচ্ছে। এই সময়ের মধ্যে জবাব না পেলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাই কোর্টে রিট আবেদন করা হবে। তাই ক্যসিনোর সাথে জড়িতদের তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবকে আবারও অনুরোধ করা হচ্ছে।
আইনি নোটিশটি পাঠানোর পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ অনুযায়ী সরকার জুয়া বন্ধে ব্যবস্থা নেবে। কিন্তু সে পদক্ষেপ এখনও নেয়নি সরকার। ফলে সারা দেশে জুয়া, ক্যাসিনো প্রভাব বিস্তার করেছে। সেজন্য অপরাধ বাড়ছে, অর্থপাচার বাড়ছে। জুয়া বা ক্যাসিনোর সঙ্গে জড়িতদের গ্রেফতার করলেও এ অবৈধ কর্মকা-ের ‘গডফাদারদের’ ধরা হচ্ছে না বলেও মনে করেন এই আইনজীবী। তার নোটিশের বিষয়ে বক্তব্য জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, নোটিশটি এখনও হাতে পাননি তিনি।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৪:৪৭ ● ৩৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ