বানারীপাড়ায় ইয়াবাসহ ফায়ার সার্ভিস’র সদস্য আটক

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় ইয়াবাসহ ফায়ার সার্ভিস’র সদস্য আটক
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯


ইয়াবাসহ ফায়ার সার্ভিস’র সদস্য আটক
বানারীপাড়া প্রতিনিধি ॥
বানারীপাড়ায় ১০পিচ ইয়াবাসহ ফায়ার সার্ভিস (ফায়ারম্যান) সদস্য বজলুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে থানা পুলিশের এস.আই আসাদুর রহমান জানান, রবিবার রাত অনুমান ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জাহিদ হোসেন, এএসআই গোলাম কিবরিয়া সহ এক দল পুলিশ বানারীপাড়া ফায়ার সার্ভিস অফিস’র গেটে অভিযান চালান। এসময় সেখান থেকে তারা ১০পিচ ইয়াবাসহ মাদকসেবী ফায়ার সার্ভিস (ফায়ারম্যান) সদস্য বজলুর রহমান (৩৫)কে আটক করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ওই রাতেই বজলুর রহমান’র বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান এ মামলাটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসআই মুন্সুর আলীকে নির্দেশ দেন।

এদিকে ১০পিচ ইয়াবাসহ ফায়ার সার্ভিস (ফায়ারম্যান) সদস্য বজলুর রহমানকে আটকের পর ওই রাতেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বানারীপাড়া ফায়ার সার্ভিস’র সাব অফিসার মো. আকতার হোসেন। তিনি জানান, খবর পেয়ে ওই রাতেই বরিশাল ফায়ার সার্ভিস’র সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ ঘটনাস্থল পরির্দশ করে বিষয়টি মাহা-পরিচালককে অবহ্নিত করেছেন। পরবর্তীতে এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।

এসএমজিএমআর/কেএস

বাংলাদেশ সময়: ১৭:০৯:২০ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ