তজুমদ্দিনে ইভটিজিংয়ে সাঁজা ভোগকারীর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে ইভটিজিংয়ে সাঁজা ভোগকারীর হামলার প্রতিবাদে মানববন্ধন
রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৯


ইভটিজারের হামলার প্রতিবাদে মানববন্ধন
তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ১৫ দিন সাঁজা ভোগকারীর হামলায় আহত হয়েছে ওই ছাত্রীর চাচা। এর প্রতিবাদে বিচারদাবী করে ছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা মানববন্ধন করেছে। রবিবার বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি এলাকায় মেঘনা বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, শম্ভুপুর খাসেরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীকে ৫ সেপ্টেম্বর মোঃ তুহিন (২০) ইভটিজিং করার সময় স্থানীয়রা আটক করে। ভ্রাম্যমান আদালত তুহিনকে ১৫ দিনের দন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। হাজতবাস শেষে তুহিন ২০ সেপ্টেম্বর এলাকায় ফিরে আসে। ২১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় দক্ষিণ খাসেরহাট বাজারে ওই ছাত্রীর চাচা মোঃ ফারুকের উপর তুহিনের নেতৃত্বে ৭/৮ জন মিলে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে জখম করে। পরে বাজারের লোকজন ফারুককে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার প্রতিবাদে রবিবার বিকাল ৫ টায় শায়েস্তাকান্দি এলাকায় মেঘনা বাজারে স্থানীয়রা বিচারদাবী করে মানববন্ধন করেন।

এইচইউএল/কেএস

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৪৮ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ