আমতলীতে বজ্রপাতে দুই ভাইয়ের নিহত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বজ্রপাতে দুই ভাইয়ের নিহত
শুক্রবার ● ২০ সেপ্টেম্বর ২০১৯


প্রতীকী চিত্র
আমতলী প্রতিনিধি ॥
বরগুনার আমতলী উপজেলা গুলিশাখালী গ্রামের দুইভাই সোবাহান খান (৩৫) ও ইউসুফ খান (৩০) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুর তিনটার দিকে। বজ্রপাতে দুই ভাইয়ের মুত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মৃত্যু ইউনুস আলী খানের দুই পুত্র শুক্রবার সকালে বাজার করতে মোটর সাইকেলে করে খেকুয়ানী বাজারে যায়। বাজার শেষে দুপুরে বাড়ীতে ফিরছিল দুইভাই। পথিমধ্যে বৃষ্টি শুরু হয়। ওই সময় দুই ভাই ডালাচারা গ্রামের জালাল চৌকিদার বাড়ীর দরজায় রেইন্টি গাছের নিচে অবস্থান করছিল। হঠাৎ ওই গাছের উপরে বজ্রপাত আঘাত হানে এবং বজ্রপাতের জলসানীতে দুই ভাইয়ের শরীর পুড়ে যায়। এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বৃষ্টি শেষে স্থানীয় লোকজন বজ্রপাতে গাছ পুড়ে যাওয়ায় দৃশ্য দেখতে এসে দুইটি মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দেয়। পরে লোকজন এলে তাদের চিনতে পেরে বাড়ীতে খবর দেয়। বাড়ীর লোকজন এসে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে গ্রামের বাড়ী গুলিশাখালী নিয়ে যায়। মৃহুর্তের মধ্যে দুই ভাই বজ্রপাতে নিহতের খবর এলাকায় ছড়িয়ে পরে। খবর পেয়ে হাজার হাজার লোক ওই বাড়ীতে ভীর করেছে। একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।

বড় ভাই হারুন খান কান্নাজনিত কন্ঠে বলেন, আমার সব শেষ হয়ে গেছে। কি ভাবে আমার দুই ভাইয়ের পরিবার চলবে। আমার আর কিছুই রইলো না। গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাড. আলহাজ¦ নুরুল ইসলাম বলেন, একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকা স্তব্দ হয়ে গেছে। এমন মৃত্যু যেন কোন পরিবারের না হয়। পরিবার দুইটিই পথে বসে গেছে। তিনি আরো বলেন, দুই ভাইই খুব ভালো মানুষ ছিলেন।

আমতলী খানার ওসি মোঃ আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মনিরা পারভীন বলেন, খবর পেয়েছি। ওই দুই ভাইয়ের পরিবারকে আর্থিকভাবে সহযোগীতা করা হবে।

এমএইচএকে/কেএস

বাংলাদেশ সময়: ১৭:৫৮:২৭ ● ৩২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ